এন্টিগা টেস্টে ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
এন্টিগা টেস্টে ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনশেষে ১০৯ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। হাতে রয়েছে ৬ উইকেট।
দ্বিতীয় দিনে ৬ উইকেটে ২৬৮ রান নিয়ে খেলা শুরু করে ইংলিশরা। ৪৩ রান যোগ করতেই সব ক’টি উইকেট হারায় ইংল্যান্ড। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে ১৪০ রান করে আউট হয় ব্যারিস্টো। জবাবে ব্যাট করতে নেমে দলকে শুভ সূচনা এনে দেন দুই ক্যারিবীয় ওপেনার- কার্লোস ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ক্যাম্পবেল আউট হন ৩৫ রান করে। টেস্ট ক্যারিয়ারের নিজের দ্রুততম ফিফটি করে ফিরে যান ব্রাথওয়েট। এরপর শামার ব্রুকস ১৮ ও জার্মেন ব্ল্যাকউড ১১ রান করে ফিরে গেলে বোনার ও হোল্ডার দলের হাল ধরেন। দ্বিতীয় দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২০২ রান। ৩৪ রানে বোনার ও ৪৩ রানে হোল্ডার অপরাজিত রয়েছেন।










