এনআইডি জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগে ইসি গঠিত কমিটি জিজ্ঞাসাবাদ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
এনআইডি জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগে ইসি গঠিত কমিটি কুষ্টিয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
সকালে জেলা সার্ভার স্টেশনের হলরুমে জিজ্ঞাসাবাদ চলছে। কমিটি আগামী দুদিন কুষ্টিয়ায় তাদের এই কাজ করবেন। কমিটির নেতৃত্ব দিচ্ছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মোঃ কামাল হোসেন। তাকে সহযোগিতা করছেন আরো দুই সদস্য। দুই দফায় ৩৭ জনকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। ২০১৭ সালে থানাপাড়ার এম এম ওয়াদুদ মিয়ার শত কোটি টাকার সম্পতি আত্মসাতের উদ্দেশ্যে কাজ শুরু করে একটি চক্র। এজন্য তারা ওয়াদুদ মিয়াসহ তার পরিবারের ৬টি ভোটার আইডি কার্ড নকল করে জমি রেজিষ্ট্রি করে। পরে তা বিক্রির প্রক্রিয়া নেয়। বিষয়টি নির্বাচন কমিশন, জেলা প্রশাসনসহ অবহিত করেন ওয়াদুদ মিয়া।















