এডিস মশা নিয়ন্ত্রণে আজ থেকে ১০ দিনব্যাপি চিরুনী অভিযান শুরু

- আপডেট সময় : ০৭:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
এডিস মশা নিয়ন্ত্রণে আজ থেকে ১০ দিনব্যাপি চিরুনী অভিযান শুরু করেছে দুই সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে উত্তর সিটির মিরপুরের রূপনগরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান মিরপর-২ আঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শফিউল আযম।
সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর সড়কে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে মশা নিধন কার্যক্রম শুরুর পর বিভিন্ন বাড়ী ও নির্মাধীন স্থাপনায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এসব কথা বলেন তিনি। নির্মাণাধীন কয়েকটি বাড়ীতে লার্ভা পাওয়া ভবন মালিকদের এক লাখ ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সবাইকে নিজ আঙ্গিনা পরিস্কার রাখতে সচেতন হওয়ার প্রতি জোর দেন। এর আগে রূপনগর আবাসিক এলাকায় মডেল স্কুলের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।