এক শাড়িতে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। পরে, ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির লোকজন তাদের বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। টনাস্থল থেকে এক শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, রাতের কোনো এক সময় তারা দু’জন আত্মহত্যা করেছেন।