এক যুবককে ঘুম তুলে এনে পরিবারের সদস্যদের সামনে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় এক যুবককে ঘুম তুলে এনে পরিবারের সদস্যদের সামনে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।
গেলরাতে সদর উপজেলার দরবেশপুরে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম জানান, কয়েক মাস ধরে দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মামুন ও বক্কার গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিলো। ধারণা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ নওরোজ আফরিন প্রিয়া হত্যাকাণ্ডের ঘটনায় তার মা তাহমিনা সুলতানা রুমি ও মোহাম্মদ হান্নান হোসেন নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, প্রিয়ার মা রুমির সাথে প্রতিবেশী হান্নানের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘরে ঢুকে তার দুই বছরের বাচ্চার সামনে প্রিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে, তাহমিনা সুলতানা রুমি ও তার কথিত প্রেমিক মোহাম্মদ হান্নান হোসেন।
বগুড়ার নন্দীগ্রামে মানসিক প্রতিবন্ধী ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় বোন আজমি আরা নিহত হয়েছেন। ওই ঘটনার পর ভাই মোকছেদ আলীকে বাড়িতেই শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।সকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামে এই ঘটনা ঘটে।
এদিকে, সাতক্ষীরায় দেবহাটায় পুর্ণিমা দাস নামের এক দশম শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার টিকেট এলাকার তারেক মন্ডলের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।























