এক ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

- আপডেট সময় : ১১:০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
এক ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের ৪ রানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের দেয়া ৩২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৮ রান তোলে জিম্বাবুয়ে।
সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লে’তে আক্রমনাত্মক শুরু করেন আগের ম্যাচে স্লো ব্যাটিংয়ের কারনে সমালোচিত তামিম ইকবাল। সঙ্গী লিটন দাস ৯ এবং নাজমুল হোসেন শান্ত ৬ রান করে ফিরলেও ছন্দ হারাননি তামিম। তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে গড়েন ৮৭ রানের জুটি। সেই সাথে তামিম তুলে নেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। শতকের পরও থামেননি দেশসেরা ওপেনার। ছাড়িয়ে গেছেন নিজের আগের ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রানের ইনিংসকে। শেষ পর্যন্ত ১৫৮ রানে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এছাড়া মুশফিকের ৫৫, মাহমুদউল্লাহ’র ৪১ ও মোহাম্মদ মিথুনের ৩২ রানে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে, সম্ভাবনা জাগালেও, শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৬৬ রান করেন সিকান্দার রাজা।