এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ
- আপডেট সময় : ০২:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সাকিব আল হাসানের হার না মানা ইনিংসে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারালো তিন উইকেটে। হারারেতে স্বাগতিকদের দেয়া ২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় এ ম্যাচেও সুবিধা করতে পারেননি তামিম ইকবাল। ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফেরেন দেশসেরা ওপেনার। একুশের বেশি করতে পারেননি প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান লিটন দাস। মিথুন-মোসাদ্দেকরা আরও একবার প্রমাণে ব্যর্থ। বিপর্যয়ে দলের হাল ধরেন দুই কাণ্ডারি সাকিব-মাহমুদউল্লাহ। এ দু’য়ের ৫৫ রানের প্রতিরোধ ভাঙ্গে মাহমুদউল্লাহ ২৬ করে ফিরলে। এরপর মেহেদি ও আফিফ দ্রুত ফিরলে আবারও বিপর্যয়ে পড়ে সফরকারীরা। তবে, অবিচল ছিলেন সাকিব। অষ্টম উইকেটে সাইফুদ্দিনের সঙ্গে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন দেশসেরা অলরাউন্ডার। ৪ রানের আক্ষেপ নিয়ে ৯৬ রানে অপরাজিত ছিলেন সাকিব।
২৮ রানে সঙ্গী সাইফুদ্দিন। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪০ রানের পূঁজি পায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৫৬ রান করেন মাধভেরে। ৪৬ রান করেন টেইলর। ৪ উইকেট নিয়ে সেরা বোলার শরিফুল ইসলাম।



















