এক মিনিটের বাজার শিরোনামে নিত্যপণ্য বিতরণে এক ভিন্নধর্মী আয়োজন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
করোনাকালে রাঙ্গামাটির দুর্গম এলাকায় বসবাসরত নিম্ন আয়ের মানুষের জন্য এক মিনিটের বাজার শিরোনামে নিত্যপণ্য বিতরণে এক ভিন্নধর্মী আয়োজন করেছে সেনাবাহিনী।
সকালে জেলার মারী স্টেডিয়ামে ব্যাতিক্রমী এই বাজারের আয়োজন করে রাঙ্গামাটি সেনা রিজিয়ন। বাজারে প্রতিবন্ধী মানুষদের জন্য রাখা হয় বিশেষ ব্যবস্থা। এক ঘন্টার এই বাজারে আসা মানুষেরা সামাজিক দুরত্ব নিশ্চিত করে এক মিনিটের মধ্যেই ৯ রকমের সবজির সঙ্গে চাল ডালসহ প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। করোনাকালে প্রত্যন্ত এলাকা চাষিদের কাছ থেকে ন্যায্যমুল্যে তাদের উৎপাদিত পণ্য ক্রয় করে তা নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী এই বাজারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। করোনার প্রাদুর্ভাব চলাকালে এমন আয়োজন অব্যহত থাকবে বলেও জানায় আয়োজকরা।