এক দফা আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে : ফখরুল

- আপডেট সময় : ০৮:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / ১৬১১ বার পড়া হয়েছে
শীঘ্রই এক দফা আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দ্রব্যমূল্যের কারনে সাধারণ মানুষ কষ্টে আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, উন্নয়নের মিথ্যা গল্প বলে মানুষ কে আর বিভ্রান্ত করা যাবে না। জনগনের আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে উৎখাত করবে।
সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কথা বলতে বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঈদ পরবর্তি সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শীঘ্রই এক দফা আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানান তিনি। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ব্যর্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন,উন্নয়নের মিথ্যা গল্প শুনিয়ে সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।
সব দলের সাথে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের বাইরে নির্বাচনের কোন সুযোগ নেই বলেও জানান তিনি।