একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
 - / ১৫৬২ বার পড়া হয়েছে
 
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। আজ সকালে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে কোয়েল আহমেদ। গতকালই তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। গত বুধবার সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো আলাদা শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অভিনেতা শামসুজ্জামান রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। বাদ জোহর তার জানাযা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।
																			
																		













