একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতার আপিল শুনানি পেছাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০০:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১৭১৮ বার পড়া হয়েছে
একাদশ জাতীয় সংসদের ২৯০ সংসদ সদস্যের শপথের বৈধতার আপিল শুনানি হয়নি আজ। আপিল বিভাগের এক বিচারপতি অসুস্থ থাকায় শুনানি স্থগিত করা হয়েছে।
দেশের সর্বোচ্চ আদালতে একাদশ জাতীয় সংসদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয় বৃহস্পতিবার। আজ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য ছিল। পরে এ বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ বিষয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম রিট করেন। রিটের পক্ষে লড়েন বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদে নির্বাচিত ব্যক্তিরা শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে এই রিটে দাবি করা হয়।























