একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি র্যাবের হাতে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৭৯২ বার পড়া হয়েছে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোখলেছুর রহমান তারাকে গ্রেফতার করেছে রেব।
ময়মনসিংহ শহরের ধোপাখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ রেব-১৪’র সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা জারি ছিলো। মামলার তদন্ত কাজ শুরু হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আসামিকে শেরপুর জেলার নকলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান রেব কর্মকর্তারা।





















