একযুগ ধরে ভালুকা শিল্পাঞ্চলের সড়কগুলোর বেহাল দশা

- আপডেট সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
এলজিইডি ঘনঘন ঠিকাদার ও প্রকল্প পরিবর্তন করায় একযুগ ধরে বেহাল অবস্থায় পড়ে আছে ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলের সড়কগুলো। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় খানাখন্দে ভরা সড়ক, ডোবায় পরিণত হলে ঝুঁকি নিয়ে চলাচল করে মানুষ। নির্দিষ্ট সময়ে নির্মাণকাজ শেষ না করায়, সরকারি অর্থ অপচয়ের অভিযোগও উঠেছে এলজিইডি’র বিরুদ্ধে।
ময়মনসিংহ জেলার প্রবেশদ্বার ভালুকা উপজেলার শিল্পাঞ্চল হবিরবাড়ী ইউনিয়নে শতাধিক শিল্প-কারখানা রয়েছে। ভারি যানবাহন চলাচল করায় এখানের প্রায় প্রতিটি সড়কই সারাবছর বেহাল থাকে। বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে নানাধরনের দুর্ঘটনা।
পুনঃনির্মাণ কাজ শুরু হলেও, ঠিকাদার জটিলতায় একবছর ধরে বন্ধ হয়ে আছে সিডস্টোর-সখিপুর সড়কের কাজ। মাস্টারবাড়ী-কাশর সড়কেরও টেন্ডার বাতিল করে আবার নতুন প্রকল্প দিয়েছে এলজিইডি। জামিরদিয়া-নারিশ সড়কের কাজও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আগামী বর্ষার কথা ভেবে উৎকন্ঠায় রয়েছে স্থানীয়রা।ঢাকায় প্রস্তাবনা পাঠিয়েও কোনো সাড়া পাচ্ছেনা বলে জানায় ময়মনসিংহ এলজিইডি। তবে, এব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ।
সড়ক মেরামতের মাধ্যমে এক যুগের যন্ত্রণা থেকে মুক্তি চায়, ভালুকাবাসী।