একমাত্র টেস্টে বুধবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

- আপডেট সময় : ০৮:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
একমাত্র টেস্টে বুধবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সময়টা এখন ভালো যাচ্ছে না। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো ম্যাচ না জিতে তলানিতে থেকেই শেষ করেছে টাইগাররা। তবে, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী ডমিঙ্গো বাহিনী। দীর্ঘ বিরতির পর পূর্ণাঙ্গ স্কোয়াড পাচ্ছে বাংলাদেশ। সাকিবের অন্তর্ভূক্তি– সঙ্গে আঙুলের ইনজুরি কাটিয়ে মুশফিকের ফেরা ইতিবাচক। তবে তামিম ইকবাল পুরোপুরি ফিট না হওয়ায় ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হতে পারেন সাদমান ইসলাম। জিম্বাবুয়ের পেস-বান্ধব উইকেটে অন্তত তিন পেসার খেলানোর সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে স্পিন ডিপার্টমেন্টে নাইম হাসান, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম থেকে বেছে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। সব মিলিয়ে ১৭ টেস্টে সমান সাতটি করে জয় দুই দলের। ড্র বাকি তিন ম্যাচ।