একমাত্র খেলার মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থী-অভিভাবকদের আন্দোলন

- আপডেট সময় : ০৮:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নওগাঁয় সরকারি কলেজের একমাত্র খেলার মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তাদের দাবি, দ্রুত কাজ বাস্তবায়ন না হলে, ফেরত যাবে বরাদ্দের টাকা। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছে এলাকার শিক্ষার্থী-অভিভাবকরা।
জেলার নজিপুর সরকারি কলেজ মাঠের একটি বড় অংশজুড়ে ছয় তলা ভবন নির্মানের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। শিক্ষার্থীরা বলছেন, মাঠটি বন্ধ হয়ে গেলে বাধাগ্রস্থ হবে শরীর চর্চা এবং সৌন্দর্য হারাবে কলেজটি। এমন হঠকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
শুরুতে কলেজের পরিত্যক্ত একটি জায়গায় ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু, হঠাৎই তা বাদ দিয়ে মাঠ দখলে নামে শিক্ষা প্রকৌশল বিভাগ। জায়গা সংকুলান না হওয়ায় এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান, তারা।
উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ মনে করে, পরে জায়গা কিনে মাঠ সম্প্রসারন করা যাবে।
উচ্চ মাধ্যমিকের পাশাপাশি ছয়টি বিষয়ে অনার্স পড়ানো হয় ঐতিহ্যবাহী এই কলেজে।