একদিনের ব্যবধানে দিনাজপুরে প্রতিকেজি ভারতীয় পেয়াজের দাম বেড়ে হয়েছে ৭০ টাকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আমদানী জটিলতায় একদিনের ব্যবধানে দিনাজপুরের বাজারে প্রতিকেজি ভারতীয় পেয়াজের দাম বেড়ে হয়েছে ৭০ টাকা।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, গেল তিনদিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৭৫ ট্রাকে ১ হাজার ৩৮৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। যে পরিমাণ পেয়াজ আমদানির অনুমতি পাওয়া গেছে তা আনতে অন্তত এক সপ্তাহ লাগবে। এর পরেই বন্ধ হয়ে যাবে ভারত থেকে পেঁয়াজ আমদানি। ফলে দেশীয় বাজারে পেয়াজের দাম বৃদ্ধির আশংকার কথা জানান তিনি। রমজানকে সামনে রেখে হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রাখতে আইপি বা ইমপোর্ট পারমিটের জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।