একদিকে ফ্যামিলি কার্ড অন্যদিকে মায়ের গায়ে হাত : জামায়াত আমির
- আপডেট সময় : ১০:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ১৬৯০ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছে, একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা, আর অন্যদিকে মায়ের গায়ে হাত তোলা, এই দুটো একসাথে চলতে পারে না। বিকেলে, নগরীর সার্কিট হাউজ ময়দানে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানান জামায়াত আমির।
একই সঙ্গে তিনি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন,অতীতে যারা জনগণের রায় উপেক্ষা করেছে, ইতিহাস তাদের পরিণতি দেখিয়েছে।
এদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, গেলো ১৫-১৬ বছরের শাসনামলকে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, বিরোধী পক্ষ এখনো সংখ্যালঘু সম্প্রদায় এবং মা-বোনদের ভোটকেন্দ্রে যেতে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।
জনসভায় নির্বাচনকে ঘিরে ওঠা অর্থ লেনদেনের অভিযোগ প্রসঙ্গে খুলনা-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন, একটি দলের শীর্ষ নেতা জামায়াতের বিরুদ্ধে বিকাশ নম্বর নেওয়ার অভিযোগ তুলেছেন, যা সম্পূর্ণ মিথ্যা।


















