একটি সেতুর অভাবে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে প্রায় ১২ হাজার মানুষ
																
								
							
                                - আপডেট সময় : ১০:১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
 - / ১৫৭৯ বার পড়া হয়েছে
 
পঞ্চগড়ে একটি সেতুর অভাবে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে কয়েকটি গ্রামের প্রায় ১২ হাজার মানুষ। সদরের অমরখানা এবং সাতমেরা ইউনিয়নের বোর্ডবাজার এলাকার চাওয়াই নদীতে সেতু না থাকায় বাঁশের সাঁকোই এখন ভরসা। ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।
সাতমেরা ও অমরখানা ইউনিয়নকে ভাগ করে বয়ে গেছে চাওয়াই নদী। দুই ইউনিয়নের মানুষের অবাধ চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে এই নদী। সাতমেরা ইউনিয়নের খইপাড়া এলাকায় সেতুর অভাবে দুর্ভোগের শেষ নেই নদীর দু’পারের কয়েকটি গ্রামের মানুষের। দীর্ঘদিন থেকে সেতুর দাবি তুলে আসলেও কোনো কাজ হয়নি। স্কুল-কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকসহ স্থানীয়দের প্রাণের দাবি চাওয়াই নদীতে একটি সেতু।
সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যান আক্ষেপ করে বললেন, ৭-৮ মাস আগে মাপঝোকের পর প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে কবে এই সেতু হবে তিনি বলতে পারেন না। এদিকে, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানালেন, চাওয়াই নদীতে ৯০ মিটার সেতু নির্মাণের অনুমোদন হয়েছে। আগামী ২০১৯-২০ অর্থবছরে নির্মাণ কাজ শুরু হবে। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়েই চলছে পারাপার। তাই শিগগিরই সেতু নির্মাণের উদ্যোগ দেখতে চান স্থানীয়রা।
																			
																		














