একজন চিকিৎসক দিয়ে চলছে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ১৭৭৬ বার পড়া হয়েছে
তিনশ’ রোগী বিপরীতে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান,রামগড় ও ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষের একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে একজন চিকিৎসকে। ফলে মিলছে না কাংখিত স্বাস্থ্য সেবা। বাধ্য হয়ে দূরের হাসপাতালে যেতে হচ্ছে। ওষুধ পত্রও বাইরে থেকে কিনতে হয়। এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানায় , ৫ মেডিকেল অফিসারের ৩ জন শিক্ষা ছুটিতে। একজন ফাউন্ডেশন প্রশিক্ষণে। একজন দুই জন চিকিৎসক দিয়েই হাসপাতাল চালানো অসম্ভব হয়ে পড়ছে।