এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে
- আপডেট সময় : ০১:২৬:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। করোনার জন্য ডিজিটাল পদ্ধতিতে এই ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোভিড ১৯ এর সময়ে এসে বিশ্বের অন্যান্য দেশের মডেল অনুসরণ করে দেশে ফল প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করেই এই পদ্ধতিতে রেজাল্ট দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই একে নেতিবাচকভাবে না দেখতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি ফলাফল ঘোষণার কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী জানান, ফেব্রুয়ারী-মার্চ মাসে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষাসংশ্লিষ্ট সবাইকে করোনার ভ্যাকসিনের আওতায় আনারও ঘোষণা দেন তিনি। পিইসি, জেএসসি ও এসএসসির গড় ফলের ওপর নির্ভর করে এই রেজাল্ট ঘোষণা করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ৯টি সাধারণ শিক্ষাবোর্ড ও কারিগরি ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে ফলাফল গ্রহণ করেন। ৯টি সাধারণ ও কারিগরী মিলিয়ে মোট ১১টি বোর্ডের ফল দেয়া হলো।






















