উয়েফা ইউরোপা লিগে প্রত্যাশিত জয় পেয়েছে এসি মিলান ও আর্সেনাল
- আপডেট সময় : ০৭:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
উয়েফা ইউরোপা লিগে প্রত্যাশিত জয় পেয়েছে এসি মিলান ও আর্সেনাল। স্কটিশ ক্লাব সেল্টিক এফসিকে ৪-২ গোলে হারিয়েছে মিলান। আর অস্ট্রিয়ান ক্লাব রেপিড ভিয়েনার সাথে ৪-১ ব্যবধানে জিতেছে আর্সেনাল।
মিলানের মাঠে অবশ্য শুরুতে চমক দেখায় স্কটিশ ক্লাব সেল্টিক এফসি। ১৪ মিনিটেই ২-০ এর লিড নেয় সেল্টিক। গোল করেন রজিক ও এডওয়ার্ড। এরপরই আগ্রাসী হয়ে ওঠে এসি মিলান। হাকান চানহালুলু ২৪ মিনিটে স্বাগতিকদের হয়ে করেন গোলের সূচনা। ১ মিনিটের ব্যধানে ম্যাচে ফেরে সমতা। গোল করেন স্যামু কাস্ত্রেহো। ৫০ মিনিটে পিটার হগের গোলে লিড নেয় মিলান। আর ৮২ মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান জায়ান্টরা। ইউরোপার আরেক ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব রেপিড ভিয়েনা পাত্তাই পায়নি আর্সেনালের কাছে। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৩ গোল দিয়েছে গানাররা। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ দিলেও, আর ম্যাচে ফিরতে পারেনি রেপিড ভিয়েনা। উল্টো ৬৬ মিনিটে আরো এক গোল হজমে বড় হার নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়ান ক্লাবটি।



















