উৎসবে মেতেছে চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
উৎসবে মেতেছে দেশের অন্যতম প্রাচীন আর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।
পুনর্মিলন অনুষ্ঠানকে ঘিরে নগরীর একটি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এমন আয়োজনে অংশ নেন নবীন প্রবীন সবাই। অনুষ্ঠানে যোগ দেন নানা সময়ের নানা বয়সী সাবেক শিক্ষাথীরা। স্মৃতিচারণ করেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, সারাদেশসহ বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কলেজের শিক্ষার্থীদের এক প্লাটফর্মে এনে কলেজ ও দেশের উন্নয়নে কাজ করতেই এমন আয়োজন করেছেন তারা। দুই দিনব্যাপী এই আয়োজনে আনন্দ রেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।