উহান-ফেরত ৩১২ বাংলাদেশীকে সবশেষ পরীক্ষা-নিরীক্ষা শেষে ছেড়ে দেয়া হচ্ছে

- আপডেট সময় : ১০:৩২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
উত্তরার আশকোনা হাজী ক্যাম্পে থাকা চীনের উহান-ফেরত ৩১২ বাংলাদেশীকে সবশেষ পরীক্ষা-নিরীক্ষা শেষে ছেড়ে দেয়া হচ্ছে। একথা জানিয়েছেন রোগনিয়ন্ত্রণ এবং রোগতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, সিঙ্গাপুরে আক্রান্ত ৪ বাংলাদেশির মধ্যে ৩ জনের অবস্থা ভালোর দিকে।
জানুয়ারিতে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতি ভাইরাস করোনা মহামারি আকার ধারণ করে। সেখানে অবস্থানরত ৫শ বাংলাদেশির মধ্যে ৩১২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়।
করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় ১৪ দিন তাদের রাখা হয় আশকোণায় হাজী ক্যাম্পের অস্থায়ী কোয়ারেন্টাইনে। কয়েক দফা পরীক্ষায় তাদের দেহে করোনার অস্তিত্ব মেলেনি। তাদের সর্বশেষ স্ক্রিনিং করে ছেড়ে দেয়া হচ্ছে।
হাজী ক্যাম্প থেকে ছাড়া পাওয়াদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে না হয়, সেজন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের পরিচয় প্রকাশ না করার আহ্বান জানান আইইডিসিআর পরিচালক।
সিঙ্গাপুরে করোনা আক্রান্ত চার বাংলাদেশির মধ্যে একজন আইসিইউতে আছেন। বাকী তিনজনের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।