উষ্ণতার স্পর্শ দিয়ে জীবনের স্পন্দন ফিরিয়ে এনেছে বসন্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯০১ বার পড়া হয়েছে
বাংলার প্রকৃতিতে জেগেছে বসন্তের ছোঁয়া। কুয়াশায় ঢাকা শীতের পর উষ্ণতার স্পর্শ দিয়ে জীবনের স্পন্দন ফিরিয়ে এনেছে বসন্ত। বসন্ত বাতাস প্রতিটি বাঙালির মনে দিচ্ছে দোলা। আগুন ঝরা বাতাস উচ্ছলতা আর উন্মাদনায় জাগাচ্ছে প্রতিটি মানুষের মনে।
গাছে গাছে পলাশ আর আমের মুকুলের আগমনে প্রকৃতি বলছে বসন্ত এসেছে। বাংলার প্রকৃতি সেজেছে নতুন সাজে। পলাশ- শিমুল গাছে লেগেছে যেন আগুনের ছোঁয়া। আর কোকিলের ডাক মন কেড়ে নেয়। শীতের খোলস ছেড়ে জেগে উঠেছে নতুন প্রকৃতি।
বসন্ত শুধু ঋতুরাজ নয়, বসন্ত প্রেম আর ভালোবাসার উচ্ছাসতায় মাখা
বাংলা সাহিত্যে বসন্তের প্রভাব তুলে ধরলেন এই শিক্ষাবিদ।
বসন্তের রঙের ছটা ঘরে ঘরে পৌঁছে বর্ণিল আনন্দে মেতে উঠুক বাঙালি।


























