উল্লাপাড়ায় অমর একুশে বই মেলার পঞ্চমদিনে বাড়ছে ক্রেতা দর্শনার্থীর ভীড়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
করোনার বিধি নিশেষ উঠে যাওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অমর একুশে বই মেলার পঞ্চমদিনে বাড়ছে ক্রেতা দর্শনার্থীর ভীড়।
শুক্রবার ছুটির দিনে সকালে তেমন একটা ভীর চোখে না পড়লেও বিকেলের দিকে প্রতিটি স্টলে ভীড় করছে বই প্রেমীরা। প্রতিটি স্টল ঘুরে পছন্দের বই কিনছেন ক্রেতারা। আর বিক্রেতারাও বই বিক্রি করার জন্য পসড়া সাজিয়ে বসে আছেন। আর এই বইমেলাকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলাও। এছাড়াও বিকেল থেকে রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। কিশোর-কিশোরী থেকে শুরু করে সব বয়সের মানুষ এ বই মেলার ছুটে আসছে। এখন পর্যন্ত এ বই মেলায় নতুন ১২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

















