‘উপায়ে’র মাধ্যমে কর্মীদের বেতন প্রদান করবে প্রাণ আরএফএল গ্রুপ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১০:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
দেশের জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়ে’র মাধ্যমে কর্মীদের বেতন প্রদান করবে বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান প্রাণ আর এফএল গ্রুপ।
দুপুরে গুলশানের একটি হোটেলে উপায় ও প্রাণ আরএফএল গ্রুপের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, উপায়ের নিজ নিজ একাউন্টের মাধ্যমে প্রাণ আরএফএলের বিভিন্ন কারখানার কর্মীরা বেতন সংগ্রহ করতে পারবেন। এছাড়া উপায়ে পেমেন্ট করা যাবে ১৮০০ এর বেশি আউটলেটে।
অনুষ্ঠানে জানানো হয়, উপায় একাউন্টে রয়েছে মাল্টিওয়ালেট ফিচারের বিশেষ সুবিধা। প্রাইমারী ওয়ালেটের পাশাপাশি স্যালারি, রেমিটেন্স এবং ডিসবার্জমেন্ট ওয়ালেটের সুবিধাও রয়েছে।

 
																			 
																		










