উপজেলা সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
প্রতারণা, নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে জামালপুরে সংবাদ সম্মেলন করেছেন তার দ্বিতীয় স্ত্রী ও পরিবার।
দুপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা কার্যা লয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার বলেন, বিয়ের পর থেকে তার স্বামী তাঁকে শারীরিক নির্যাতন করছে। সর্বশেষ মিথ্যা মামলা দিয়ে হয়রানীর কথাও জানান তিনি। মামলা প্রত্যাহারসহ উপজেলা সহকারী শিক্ষা অফিসার স্বামী মাজেদুল ইসলামের শাস্তির দাবি জানান সংবাদ সম্মেলনে। এ সময় আকলিমার মা-সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
























