উন্নত বাংলাদেশ গড়তে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৬০০ বার পড়া হয়েছে
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
আজ দুপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দক্ষতা ও সাফল্যের জন্য পাঁচজন পুলিশ কর্মকর্তা ও অপরাধ দমনে সহায়তা করায় এক ব্যক্তিকে পুরস্কার ও সম্মাননা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, ময়মনসিংহের পুলিশ সুপার, নেত্রকোনার পুলিশ সুপার, শেরপুরের পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।























