উন্নত দেশের কাতারে সামিল হতে নারী বৈষম্য কমানোর কোন বিকল্প নেই
- আপডেট সময় : ০৬:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আজ ৮ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। উন্নত দেশের কাতারে সামিল হতে নারী বৈষম্য কমানোর কোন বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা।
আজ থেকে ১৬৪ বছর আগে আমেরিকার নিউইয়র্ক শহরে ১৮৫৭ সালের ৮ মার্চ একটি সূচ কারখানায় নারী শ্রমিকদের ন্যায্য বেতন,কাজের সময় ১২ ঘন্টা থেকে কমিয়ে ৮ ঘন্টা,কারখানার কাজের পরিবেশ উন্নত করার দাবীতে প্রতিবাদ জানায় এবং বিক্ষোভ মিছিল করে। সেই প্রতিবাদেরই অর্জন বিশ্ব নারী দিবস। যা প্রতি বছর ৮ মার্চ পালন করা হয়।
সম্প্রতি উন্নয়নশীল দেশের স্বীকৃতির সুপারিশ পাওয়া বাংলাদেশ ক্রমেই উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। এমন বাস্তবতা যখন অলীক নয়, তখনও দেখা যায় নারী পুরুষের মুজুরী বৈষম্য। দেখি নিজ বাড়ি থেকে কর্মস্থলেও নির্যাতনের শিকার হন নারীরা।
সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পুরুষের চেয়ে নারীর ভূমিকা অনেক বেশী। কিন্তু পুরুষরা সব সময় নারীদের দমিয়ে রাখতে চায়। এই পন্থা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে সামিল হওয়ার ক্ষেত্রে বড় বাধা
আমাদের দীর্ঘদিনের দাবী সিডো সনদের পূর্ণ বাস্তবায়ন। তাহলে অধিকার ও মর্যাদায় নারী পুরুষ পাবে সমান মর্যাদা। পাশাপাশি আমরা অভিন্ন পারিবারিক আইন চালুর দাবী রাখছি।
দেশের অর্থনৈতিক কর্মকান্ডে নারীর সুরক্ষিত অংশগ্রহণ বাড়াতে পারলে অতিসহজেই উন্নত দেশের কাতারে সামিল হবে দেশ বলছেন বিশেষজ্ঞরা।























