উখিয়ায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় ট্রাক-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
সকালে উখিয়ার হিজলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল গ্রামের বাসিন্দা সলিমা খাতুন। একই গ্রামের আনোয়ারুল ইসলাম এবং রামু উপজেলার ফতেকারকুল গ্রামের বিধু ধর। নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, টেকনাফমুখী ট্রাকের সঙ্গে উখিয়া থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




















