উইম্বলডনের শেষ ষোলোতে ফেদেরার ও রাদুকানু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
উইম্বলডনের শেষ ষোলোতে ফেদেরার ও রাদুকানু। তৃতীয় রাউন্ডে ব্রিটিশ তারকা ক্যামেরুন নরিকে হারিয়ে শেষ ষোলোয় পা রেখেছেন রজার ফেদেরার।
একই সঙ্গে অভিষেকেই চতুর্থ রাউন্ডে উঠে নজর কেড়েছেন ১৮ বছর বয়সি ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানু। ক্যামেরুন নরির বিপক্ষে প্রথম সেট জেতেন ফেদেরার। তবে, তৃতীয় সেটে ৭-৫ পয়েন্টে জিতে নরি ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি। চতুর্থ সেটে আর আটকানো যায়নি ফেদেরারকে। শেষ পর্যন্ত ফেদেরার জিতেছেন ৬-৪, ৬-৪, ৫-৭, ৬-৪ সেটে। পরের ম্যাচে তার প্রতিপক্ষ ইতালির লরেঞ্জো সোনেগো। এদিকে বিশ্ব রেংকিংয়ে ৩৩৮ নম্বরে থাকা ব্রিটিশ তরুণী এমা রাদুকানু হারিয়েছেন বিশ্বের ৪৫ নম্বর সোরানা ক্রিস্টিকে। ওপেন টেনিসের যুগে ব্রিটিশ মহিলাদের মধ্যে কনিষ্ঠতম হিসেবে শেষ ষোলোয় উঠলেন এমা।