ঈদ করতে ভোগান্তি মেনেই বাড়ি যাচ্ছেন নগরবাসী

- আপডেট সময় : ০৬:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীর চাপ অব্যাহত রয়েছে সড়ক ও মহাসড়কে। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকলেও প্রিয়জনদের সাথে ঈদ করতে নানা ভোগান্তির মধ্যেও বাড়ি যাচ্ছেন নগরবাসী। এতে করে প্রতিটি সড়কে বেড়েছে গাড়ীর চাপ। সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এমন পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে স্বপ্নের বাড়ী পৌঁছাতে পারবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যাত্রী ও চালকরা।
রাত পোহালেই ঈদ। প্রায় ফাঁকা রাজধানী ঢাকা। করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে ভোর থেকেই শহর ছাড়তে ছুটছে মানুষ। ফলে বাড়তি চাপ সড়ক-মহাসড়কে। রাজধানী থেকে বের হবার বিভিন্ন পথে সকাল থেকে শুরু হয়েছে তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা থাকার পরও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন অধিকাংশ যাত্রী।
এদিকে, করোনা মহামারির মধ্যেও উচ্চ ঝুঁকি নিয়ে গাদাগাদি করে স্বজনদের সাথে ঈদ করতে ট্রাকে করে বাড়ী ফিরছেন অনেকে। তবে, এই পরিস্থিতিতে ঈদের আগে যাত্রীরা তাদের স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন চালকরা। যানজট নিরসনে দায়িত্বে থাকা সার্জেন্ট মো: আতিকুর রহমান বলেন, অধিক যাত্রীর চাপ ও রাস্তা ভাঙ্গা থাকার কারণে এই তীব্র যানজট সৃষ্টি হয়েছে।