ঈদের নাটক নিয়ে ব্যস্ত মিহি আহসান

- আপডেট সময় : ০৪:২৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ২১৫২ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিহি আহসান। শুরুটা ২০১৭ সালে প্রাচ্যনাট থিয়েটারের অভিনয়ের মাধ্যমে। বর্তমানে তিনি নিয়মিত ছোটপর্দায় কাজ করছেন। এরই মধ্যে তার অভিনীত দুইটি নাটক ‘চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে’ ও ‘এক্স ফিরে আসতে চায়’ প্রশংসিত হয়েছে।
এ প্রসঙ্গে অভিনেত্রী মিহি আহসান বলেন, ‘আমার প্রতিটি নাটক দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছে। তাঁদের ভালোবাসা ও অনুপ্রেরণায় কাজ করে যাচ্ছি। আরও অনেক ভালো কাজ করতে হবে। বর্তমানে আমার অনেকগুলো নাটক রয়েছে মুক্তির অপেক্ষায়। খুব শিগগিরই নাটকগুলো মুক্তি পাবে। আমি সবসময় চেষ্টা করি মানের সঙ্গে কম্প্রোমাইজ না করতে।’
বর্তমানে ঈদ ধারাবাহিক ও একক নাটকে কাজ করা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন মিহি আহসান। তিনি বলেন, ‘এখন চলছে ঈদের ব্যস্ততা। এই মধ্যে বেশ কয়েকটি নাটকের শুটিং হয়েছে। এবারের প্রতিটি নাটকের প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করছে। এ নাটকগুলো গল্প আমার কাছে ভালো লেগেছে। আশা করি, এবারের ঈদে আমার করা প্রতিটি কাজই অন্যতম কাজ হবে।’
মিহির উল্লেখযোগ্য কাজ হলো- বিবাহবিচ্ছেদ, বিবাহবিচ্ছেদ ২, অভাবী, মোরগের স্বর্ণের ডিম, সুন্দরী বউ, মিস্টার বেফাঁস, চাকরির জন্য সবকিছু, নবাবি পোলা ইত্যাদি।