ঈদের ছুটি শেষে রাজধানী ফিরছে চিরচেনা রূপে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ২০৮৫ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে রাজধানী ফিরছে অনেকটাই চির চেনা রুপে। নগরীর অলিগলিতে যানজট না থাকলেও প্রধান সড়ক গুলোতে রয়েছে গাড়ির চাপ। তবে, এখনও অনেকে ছুটিতে থাকায়, রাস্তায় মানুষের চাঞ্চল্য ও গাড়ির চাপ কিছুটা কম। আগামী সপ্তাহ থেকে রাজধানী পুরোদমে ফিরে পাবে আগের চেহারা।
ঈদের পরের দ্বিতীয় কর্ম দিবসেও পুরোদমে চালু হয়নি অফিস-আদালত। তবে, রাজধানীতে ফিরছে কর্মচাঞ্চল্য। একইসাথে ঈদের আমেজ এখনও বিরাজ করছে।
প্রধান সড়কগুলোতে গত চারদিনের তুলনায় বেড়েছে গণপরিবহনের সংখ্যা। ঈদের ছুটি শেষে কর্মজীবীরাসহ বাকিরা ফিরে আসায় যানজট কিছুটা বেড়েছে বলছেন নগরবাসী।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, যানের চাপ বাড়ায় জট নিরসনসহ ট্রাফিক সিগন্যালে কাজ করছেন তারা।ঢাকার রাস্তায় অফিসগামী ও সাধারণ মানুষের সংখ্যা ছিল অনেক।













