ঈদের ছুটিতে হাসপাতালে চিকিৎসা দেবে সনাতন চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ২০৭৩ বার পড়া হয়েছে
ঈদের ছুটিতে হাসপাতালে সনাতন ধর্মের চিকিৎসক যারা আছেন তারা চিকিৎসা দেবেন। কোন রোগীর ভুল চিকিৎসা যাতে না হয় সে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এনাস্থেশিয়া ও ওষুধের মান নিয়ে কাজ চলছে। অল্প রোগীকে ভালভাবে দেখার জন্য চিকিৎসকদের নির্দেশনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য বিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে, যাতে রোগীরা দেশের বাইরে না যায়। ডেঙ্গু রোগীদের সঠিক সময়ে ভর্তি হতে
হবে। চিকিৎসায় যেন কোন ঘাটতি না হয় সেই বিষয়েও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী।

 
																			 
																		























