ঈদের ছুটিতে রাজধানী এখন ফাঁকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষ্যে নগরবাসী ঢাকা ছাড়ায়, রাজধানী এখন ফাঁকা। সড়কে নেই যানজট। নিত্যদিনের কোলাহলের দেখা মিলছে না শহরজুড়ে। ফাঁকা রাস্তায়, হালকা যানবাহন চালিয়ে, স্বাচ্ছন্দে আয় উপার্জন করতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ।
এমন চিত্র, বছরে দুই বার-দুই ঈদে দেখা যায়। রাস্তাগুলো ফাঁকা দশা দেখে বোঝা যায়, কাল ঈদ। নেই যানজট, নেই কর্মব্যস্ততা মানুষের উৎকন্ঠা।তবে শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন, খানিকটা দৌড়ঝাঁপ ছিল তাদের।
রিকসা এবং হালকা যানবাহনে টুকটাক কাজ সেরে নিতে বেরিয়েছেন, অনেকেই। সবার মধ্যে দেখা যায় ফুরফুরে ঈদের আমেজ।
রাস্তায় গণপরিবহন কম থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে। কারণ, শহরতলীর বাসগুলো এরই মধ্যে বেরিয়ে গেছে দূরপাল্লায় ঘরমুখো যাত্রী নিয়ে।