ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানী ঢাকায় ১৮টি অস্থায়ী পশুর হাট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানী ঢাকায় ১৮টি অস্থায়ী পশুর হাট বসছে। এর মধ্যে দক্ষিণ সিটিতে ১০টি এবং উত্তর সিটিতে ৮টি হাট বসার কথা জানানো হয়েছে। ১৭ জুলাই থেকে এসব হাটে পশু কেনাবেচা করতে পারবেন ক্রেতা-বিক্রেতারা।
দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ রোধে সরকার সারাদেশে কোরবানির পশু ক্রয়–বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। খামারি ও ক্রেতাসাধারণকেও অনলাইনে পশু ক্রয়–বিক্রয়ের অনুরোধ জানানো হয়। ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে উত্তর সিটি এবারও ডিজিটাল পশুর হাট চালু করেছে। নগরীর বিভিন্ন এলাকায় হাট বসানো হলেও অনলাইন হাটকেই বেশি প্রাধান্য দেয়ার বিষয়টি উল্লেখ করেন ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।