ঈদযাত্রার শেষ দিনে সদরঘাটে বেড়েছে ঘরমুখো নৌযাত্রীর সংখ্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে ঈদযাত্রার শেষ দিনেও রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে বেড়েছে ঘরমুখো নৌযাত্রীর সংখ্যা। সকাল থেকে সারাদিন ছিল যাত্রীদের আনাগোনা। তবে যাত্রীদের অনেকে অভিযোগ করেন, বেশি যাত্রী নিতে, লঞ্চ ছাড়তে দেরি হচ্ছে।
প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের উদ্দেশ্যে আজকেও রাজধানী ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। পদ্মা সেতু থাকা সত্ত্বেও, যানজট এবং গরম এড়াতে সবার পছন্দ নৌপথ। আর তাইতো ভিড় জমে সদরঘাটে। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে ফিরতে ছোট বড় সবার চোখেমুখে ছিল আনন্দ।
বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক জানান পদ্মা সেতু চালু হওয়ায়, নৌপথে যাত্রীচাপ অনেকটাই কমে গেছে। শেষ সময়ে নৌপথে যাত্রীদের চাপ সামাল দিতে প্রস্তুত রয়েছে লঞ্চগুলো।