ঈদযাত্রার দু’সপ্তাহ আগেই আকাশপথের ৮০ শতাংশ টিকিট বিক্রি শেষ
- আপডেট সময় : ০১:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ঈদযাত্রার দু’সপ্তাহ আগেই আকাশ পথের ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে গেছে। এখন যা মিলছে, তা কিনতে গুণতে হচ্ছে বাড়তি দাম। যাত্রীদের অভিযোগ, ঈদ আসলেই আকাশ পথে ভাড়া কয়েকগুণ বেড়ে যায়। এয়ারলাইন্স কর্মকতারা জানান, অভ্যন্তরীণ ফ্লাইটের বাকি ২০ শতাংশ টিকিট আগামী চারপাঁচ দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে।
সড়ক, নৌ ও রেলপথে যাতায়াতের ভোগান্তি থেকে বাঁচতে, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের চাহিদা দিন দিন বাড়ছে। ইউএস-বাংলা, নভো-এয়ার ও এয়ার এস্ট্রাসহ দেশীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান দেশের বিভিন্ন গন্তব্যে দিনে সাড়ে ছয় হাজার যাত্রী বহন করে।
ঈদুল ফিতর সামনে রেখে এরই মধ্যে দেশি এয়ার লাইন্সগুলো যাত্রীদের জন্য আকাশ পথে বিশেষ প্রস্তুতি নিয়েছে। সৈয়দপুর, যশোর, রাজশাহী বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট–এই ৭টি রুটে ফ্লাইট পরিচালনা করছে তারা।
ঈদের আগের অভ্যন্তরীন রুটে বিমানের অধিকাংশ টিকিট বিক্রি শেষ। অন লাইনে টিকেট মেলায়, কাউন্টারে নেই ভিড়। তবে, যাত্রীদের অভিযোগ, ঈদকে ঘিরে টিকেটের মূল্য বেশি নেয়া হচ্ছে।
অভ্যন্তরীণ সাতটি রুটের মধ্যে ঢাকা থেকে সৈয়দপুর ও রাজশাহী রুটে স্বাভাবিক সময়ের তুলনায় টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। তবে ঈদের আগে কক্সবাজারে টিকিটের চাহিদা কম। তবে এই রুটে টিকিটের বচাহিদা ঈদের পর।
বেশিরভাগ টিকিট বিক্রির তথ্য জানিয়ে এয়ারএস্ট্রার প্রধান নির্বাহী জানান, অবশিষ্ট টিকিট আগামী চার-পাঁচদিনের মধ্যে বিক্রি হয়ে যাবে।
যাত্রী চাহিদা বাড়লে ফ্লাইট সংখ্যা বাড়ানোর কথা জানান নভো এয়া রর হেড অব মার্কেটিং।
নানা অজুহাতে জেট ফুয়েলের দাম বৃদ্ধি বিমান পরিচালনায় ব্যয় বাড়াচ্ছে বলে দাবি করেন মেজবাহ উল ইসলাম।





















