ঈদকে সামনে রেখে রাজধানীর খোলা মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও রাজধানীর খোলা মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। সেখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব । স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ঈদের কেনাকাটা। এতে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে।
রাজধানীতে কোনাকাটার এমন চিত্রই বলে দেয় , সামনের দিনে কতোটা ভয়াবহ হতে পারে করোনা পরিস্থিতি। টিকাটুলির রাজধানী সুপার মার্কেট শারিরীক দূরত্ব না মেনেই চলছে ঈদের কেনাকাটা।
অনেকেই মার্কেটে নিয়ে এসেছেন শিশুদের। প্রয়োজনও মনে করছেন না স্বাস্থ্য বিধি মানার। কেনাকাটার নানা অযুহাত তুলে ধরছেন।
আর বিক্রেতারা বলছেন, বারবার আহ্বান করা হলেও ক্রেতারাই মানছেন না শারিরীক দূরত্ব।
এমন বাস্তবতায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানার কোন বিকল্প নেই বলে মনে করেন সচেতন মহল।