ইসি গঠনে ২০ জনের তালিকা প্রস্তুত
- আপডেট সময় : ০৭:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। সকালে সুপ্রীম কোর্টের জাজেজ লাউঞ্জে এ নিয়ে কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত হয়। ২০ থেকে ১০ জন চূড়ান্ত করে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাবে সার্চ কমিটি। তবে এ জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখা।
শনিবার সকালে নতুন নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পঞ্চম বারের মতো বৈঠকে বসে সার্চ কমিটি। টানা দুই ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের পর সংক্ষিপ্ত বিবরণ দেন কমিটির মুখপাত্র।
এর আগে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে সার্চ কমিটি। তাদের কাছ থেকে আসা ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করে তারা।
দীর্ঘ তালিকা থেকে ১০ জনকে বাছাই করতে দফায় দফায় বৈঠকে করছে সার্চ কমিটি। তারা চাইলে প্রস্তাবিত নামের তালিকার বাইরে থেকেও অন্তর্ভুক্ত করা যাবে। তবে, সেই তালিকা এখনো এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
গত ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো আইন মেনে নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাইয়ে সার্চ কমিটি গঠন করে সরকার। সিইসি ও চার কমিশনারের পদের বিপরীতে ১০ জনের নাম প্রস্তাব করতে ১৫ কার্যদিবস সময় বেধে দেয়া হয়।










