ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি, প্রার্থীতা ফিরে পেলেন ৭৪ জন
- আপডেট সময় : ০৮:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১৬২৬ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে ৭৪ জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার পর নির্বাচন কমিশন তাদের প্রর্থীতা ফিরিয়ে দেয়। তবে এদিন কমিশন ১৮ জনের আপিল আবেদন নামঞ্জুর করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রির্টানিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন ৬৪৫ জন প্রার্থী।
প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে শুনানির পঞ্চম দিনে বুধবার ২৮১ থেকে ৩৮০ নম্বর-সর্বমোট একশটি আপিলের নিষ্পত্তি করা হয়।
আপিলে প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচন নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান প্রার্থীরা। তবে আপিল নাকচ হওয়ায় কেউ ইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, আদালতে যাবার ঘোষণা দেন।
আপিল শুনানির প্রথম দিনে ৫১ জন, দ্বিতীয় দিন ৫৭ জন, তৃতীয় দিন ৪১ জন এবং চতুর্থ দিন ৫৩ জন তাদের প্রার্থীতা ফিরে পান।
আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ও প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই নির্বাচনী প্রচারণা শুরু হয়ে, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

















