ইসরায়েল এবং ফিলিস্তিনকে আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ইসরায়েল এবং ফিলিস্তিনকে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
সংঘাত নিয়ন্ত্রণহীন সংকটের জন্ম দিতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তব্যে জাতিসংঘ মহাসচিব জানান। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় হতাহতের ঘটনায় হতবাক হয়েছেন। তিনি বলেন, হতাশা সহাবস্থান ও শান্তির যে আশা তা প্রত্যাখ্যান করে আরও দূরে ঠেলে দিচ্ছে।’ ইসরাইল ও ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনা করতে ইউএনএসসি তৃতীয়বারের মতো বৈঠক করেছে।


























