ইসমাঈল চৌধুরী সম্রাট আগামী সপ্তাহ পর্যন্ত বিএসএমএমইউয়ে থাকবেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ঢাকা মহানগরের বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাঈল চৌধুরী সম্রাট আগামী সপ্তাহ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকবেন। এ কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম।
বিএসএমএমইউয়ে সংবাদ সম্মেলন ডেকে এ কথা জানান তিনি। পরিচালক জানান, প্রয়োজনের তুলনায় তার হার্টের অবস্থা দুর্বল। আগামী সোমবার মেডিকেল বোর্ড গঠনের পর তার প্রকৃত শারীরিক অবস্থা জানা যাবে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলেও মনে করেন তিনি। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, উন্নত চিকিৎসায় বিদেশ পাঠানো তার পরিবারের ইচ্ছার ওপর নির্ভর করছে। সম্রাট এখন আর কয়েদী নন। একজন রোগী হিসেবে চিকিৎসা সেবা পাবেন বলেও জানান, বিএসএমএমইউ পরিচালক।