ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী নিহতের ঘটনায় হত্যা মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ১৮৮৫ বার পড়া হয়েছে
ইসকন সমর্থকদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিতা বাদী হয়ে ঘটনার চার দিন পর ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছে।
শুক্রবার রাতে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন জামাল উদ্দিন। এছাড়া আদালত চত্ত্বরে হামলা ও ভাংচুরের ঘটনায় ১১৬ জনের বিরুদ্ধে আরো একটি মামলা করে আলিফের ভাই খানে আলম। তবে একটি মামলায়ও ইসকনের বহিস্কৃত ও বিতর্কিত নেতা চিন্ময় দাশকে আসামী করা হয়নি। পুলিশ বলছে হত্যা মামলায় অভিযুক্তদের মধ্যে ৬ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বাকিদের ধরতেও অভিযান অব্যহত আছে। গত মঙ্গলবার বিকেলে ইসকন নেতা চিন্ময় দাশকে গ্রেফতার করাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্ত্বরে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।