ইরানের হামলার জবাব দেয়া হবে : ইসরাইলি সেনাপ্রধান

- আপডেট সময় : ০৬:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৮২৬ বার পড়া হয়েছে
ইরানের হামলার জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরাইলি সেনাপ্রধান হারজি হালেভি। পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান। প্রতিশোধের এই আচরণে মধ্যপ্রাচ্যে এর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সোমবার দক্ষিণ ইসরাইলের নেভাটিম বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে হালেভি বলেন, ইসরাইলি ভূখণ্ডে এত ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলার জবাব দেয়া হবে। এদিকে, আলি বাঘেরি কানি বলেন, এবার ইসরায়েলে হামলা চালানোর জন্য ইরান ১২ দিন অপেক্ষা করবে না।পাল্টা হামলার কয়েক সেকেন্ডের মধ্যে এর জবাব দেয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়ানের সঙ্গে এক ফোনকলে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইঙ্গিত দেন, ইসরায়েলে তেহরানের হামলার পরও দুই দেশের সম্পর্ক অটুট থাকবে। তাদের মতে, ইসরায়েল পাল্টা হামলা চালালে তাতে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে দুই দেশের মধ্যে।