ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালুর অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ইরানের পরমাণু স্থাপনা “ফোরদু”-তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালুর অভিযোগ করেছে জাতিসংঘ।
সোমবার জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হয়। সংস্থাটির দাবি, গেল ৯ নভেম্বর থেকে ইরানের পরমাণু স্থাপনা “ফোরদু”-তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে ইরান। এটি পশ্চিমা দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত দেশটির পরমাণু চুক্তির লঙ্ঘন। এদিকে, ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ইরানের এমন পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন সংস্থাটির পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। ইরানকে চুক্তি বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি। গেল ৫ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির পরমাণু সমৃদ্ধকরণের কাজ পুনরায় শুরুর ঘোষণা দিয়েছিলেন।