ইরাকজুড়ে আবারও শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:৩০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
 - / ১৬৭৭ বার পড়া হয়েছে
 
ইরাকজুড়ে আবারও শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। রাজধানী বাগদাদসহ দেশব্যাপী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একদিনেই নিহত হয়েছে অন্তত ৪০ জন। আহত হয়েছে শতাধিক মানুষ।
ইরাকের আধা সরকারি মানবাধিকার কমিশন এবং একটি পর্যবেক্ষক সংস্থা এই হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানায়, মাসব্যাপী এই বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৭৯ জনে। গেল ১ অক্টোবর থেকে কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিসেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। পরে এই আন্দোলন গণআন্দোলনে রুপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরাক সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ।
																			
																		















