ইভিএম নিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে বিএনপি

- আপডেট সময় : ০৮:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ইভিএম নিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে বিএনপি। একই সঙ্গে ইসি’র ওপর আওয়ামী লীগের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করে দলটি। সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাতকালে এ অভিযোগ করেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল।
পরে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, ইভিএম ফেলে দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে পূণ-নির্বাচন চায় বিএনপি। তিনি দাবি করেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের চেয়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ইভিএম ব্যবহার করে বেশি কারচুপি করা হয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনে কী ঘটেছে বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ হয়েছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনের চেয়েও অনেক বেশি খারাপ হয়েছে এই নির্বাচন। নির্বাচন ব্যবস্থা অধিকতর খারাপের দিকে যাচ্ছে। উন্নতি তো দূরের কথা অবনতির দিকে যাচ্ছে, ফলে আস্থাহীনতা বাড়ছে।