ইভিএম ক্রয় প্রকল্প ১৭ জানুয়ারি পাশ হতে পারে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
 - / ১৭৪৮ বার পড়া হয়েছে
 
১৭ জানুয়ারি একনেক সভায় নির্বাচন কমিশনের ইভিএম ক্রয় প্রকল্প পাশ হতে পারে। আর তা হলে আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের অনিশ্চয়তা কেটে যাবে।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আগামী নির্বাচনে দেড়শ’ আসনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তবে হাতে থাকা ইভিএম দিয়ে ৬০ থেকে ৭০ আসনে নির্বাচন সম্ভব। ফলে নতুন করে ইভিএম ক্রয়ে ২ লাখ নতুন ইভিএম কেনাসহ রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের জন্য ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। ইভিএমপ্রতি দাম ধরা হয়েছে ৩ লাখ ৫ হাজার টাকা। এছাড়া ৫৩৪টি গাড়ি, ১০টি গুদাম তৈরি ও এক হাজারের মতো লোকবল নিয়োগের প্রস্তাব করা হয়।
																			
																		














